চিকেন কাটলেট উপকরণ

✿ মুরগির মাংসের কিমা আধা কেজি,
✿ সেদ্ধ আলু দুটি,
✿ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ,
✿ গরম মসলা এক চা চামচ,
✿ কাঁচামরিচ কুঁচি দুটি,
✿ আদা বাটা এক চা চামচ,
✿ ডিম একটি,
✿ ব্রেডকাম এক কাপ,
✿ তেল ভাজার জন্য এবং
✿ লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বাটিতে মুরগির মাংস ও সেদ্ধ আলু একসঙ্গে মিশিয়ে নিন। এবার এতে আদা বাটা, কাঁচামরিচ কুচি, গরম মসলা, গোলমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি হাতে নিয়ে ছোট কয়েকটি কাটলেটের মতো তৈরি করে নিন।

এরপর কাটলেটগুলো ডিমে ভিজিয়ে ব্রেডকাম লাগিয়ে নিন। এখন ডুবো তেলে বাদামি করে কাটলেটগুলো ভেজে নিন। ১০ মিনিট পর প্লেটে তুলে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু চিকেন কাটলেট।

প্রকাশ মুখারজি
কোলকাতা
নিঃসঙ্গ কেউ থাকলে ফ্রেন্ড রিকুয়েস্ট দিতে পারেন।


চিকেন কাটলেট উপকরণ চিকেন কাটলেট উপকরণ Reviewed by poland Trending now Trends on 2:38 AM Rating: 5

No comments:

Powered by Blogger.