দুঃখ যেন জাল পেতেছে চার দিকে;
চেয়ে দেখি যার দিকে
সবাই যেন দুগ্রহদের মন্ত্রণায়
গুমরে কাঁদে যন্ত্রণায়।
লাগছে মনে এই জীবনের মূল্য নেই,
আজকে দিনের চিওদাহের তুল্য নেই।
যেন এ দুখ অন্তহীন,
ঘরছাড়া মন ঘুরবে কেবল মন্হহীন।
এমন সময় অকস্মাৎ
মনের মধ্যে হানল চমক তড়িদঘাত,
এক নিমিষেই ভাঙল আমার বন্ধ দ্বার,
ঘুচল হঠাৎ অন্ধকার।
সুদূরকালের দিগন্তলীন বাগবাদিনীর পেলাম সাড়া,
শিরায় শিরায় লাগল নাড়া।
যুগান্তরের ভগ্নশেষে
ভিওিছায়ায় ছায়ামূর্তি মুক্তকেশে
বাজায় বীণা ; পূর্বকালের কি আখ্যানে,
উদার সুরের তানের তন্তু গাঁথছে গানে।
দুঃসহ কোন দারুণ দুখের স্মরণ গাঁথা
করুণ গাঁথা ;
!!!
হায় অভাগী!!!
চেয়ে দেখি যার দিকে
সবাই যেন দুগ্রহদের মন্ত্রণায়
গুমরে কাঁদে যন্ত্রণায়।
লাগছে মনে এই জীবনের মূল্য নেই,
আজকে দিনের চিওদাহের তুল্য নেই।
যেন এ দুখ অন্তহীন,
ঘরছাড়া মন ঘুরবে কেবল মন্হহীন।
এমন সময় অকস্মাৎ
মনের মধ্যে হানল চমক তড়িদঘাত,
এক নিমিষেই ভাঙল আমার বন্ধ দ্বার,
ঘুচল হঠাৎ অন্ধকার।
সুদূরকালের দিগন্তলীন বাগবাদিনীর পেলাম সাড়া,
শিরায় শিরায় লাগল নাড়া।
যুগান্তরের ভগ্নশেষে
ভিওিছায়ায় ছায়ামূর্তি মুক্তকেশে
বাজায় বীণা ; পূর্বকালের কি আখ্যানে,
উদার সুরের তানের তন্তু গাঁথছে গানে।
দুঃসহ কোন দারুণ দুখের স্মরণ গাঁথা
করুণ গাঁথা ;
!!!
হায় অভাগী!!!
দুঃখ যেন জাল পেতেছে হায় অভাগী!!!
Reviewed by poland Trending now Trends
on
2:50 AM
Rating:

No comments:
Post a Comment