ভারতের উত্তরপ্রদেশের মিরাটে ৪ মাসের বাছুরকে (গরুর বাচ্চা) ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
গত বুধবার মিরাটের ভাগপাট ব্লকের তিলওয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। ৭২ ঘন্টা পর গতকাল বাছুরটির মৃত্যু হয়।
জানা যায়, বুধবার এলাকারই এক যুবক বাছুরটিকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। তারপর থেকেই অসুস্থ ছিল মাত্র ৪ মাস বয়সী গো-সন্তানটি। ৭২ ঘণ্টার লড়াই শেষে গত শনিবার মৃত্যু হয় বাছুরটির।
প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, ধর্ষণের ফলে গো-শাবকটির শরীরের অভ্যন্তরে ভয়াবহ আঘাত লাগে, প্রচুর রক্তক্ষরণ হয়। আর তার জেরেই সেটির মৃত্যু হয়েছে।
অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ এবং ৪৩৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যে যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে নাবালক বলেই তার পরিবার জানিয়েছে।
এদিকে, এই ঘটনার পর গোটা এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গত বুধবার মিরাটের ভাগপাট ব্লকের তিলওয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। ৭২ ঘন্টা পর গতকাল বাছুরটির মৃত্যু হয়।
জানা যায়, বুধবার এলাকারই এক যুবক বাছুরটিকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। তারপর থেকেই অসুস্থ ছিল মাত্র ৪ মাস বয়সী গো-সন্তানটি। ৭২ ঘণ্টার লড়াই শেষে গত শনিবার মৃত্যু হয় বাছুরটির।
প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, ধর্ষণের ফলে গো-শাবকটির শরীরের অভ্যন্তরে ভয়াবহ আঘাত লাগে, প্রচুর রক্তক্ষরণ হয়। আর তার জেরেই সেটির মৃত্যু হয়েছে।
অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ এবং ৪৩৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যে যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে নাবালক বলেই তার পরিবার জানিয়েছে।
এদিকে, এই ঘটনার পর গোটা এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভারতে-যুবকের-ধর্ষণে-৪-মাসের-বাছুরের মৃত্যু
Reviewed by poland Trending now Trends
on
10:49 AM
Rating:
Reviewed by poland Trending now Trends
on
10:49 AM
Rating:

No comments:
Post a Comment