মাননীয় মেয়র নরসিংদী সদর, মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছিঃ
ছবিটিতে বৃদ্ধ লোকটি ১০ইঞ্চির মত চিপা দিয়ে ভেতরে ঢুকছেন৷ এটি নরসিংদী শহরের তরোয়া মহল্লার একটি বাড়ীর রাস্তা ছবির লোকটির বাড়িতে এভাবেই বাড়ির লোকজন প্রায় ৩০ ফুট রাস্তা আসা যাওয়া করতে হয়!সম্প্রতি ঐ বাড়ীর এক লোক মারা গেলে মরদেহ বের করার রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের লোকদের সহযোগিতায় জেলা কারাগারের ভিতর দিয়ে মরদেহ

বের করা হয়। এর আগে ঐ
বাড়ীর এক সদস্য অসুস্থ হলে রাস্তা না থাকার কারণে সময়মত হাসপাতালে নিতে
পারায় অসুস্থ লোকটি মারা যায়। মানবিক কারণে ঐ রাস্তা প্রশস্তকরণে পৌর
কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ সবিনয়ে কামনা করছি।
ছবিটিতে বৃদ্ধ লোকটি ১০ইঞ্চির মত চিপা দিয়ে ভেতরে ঢুকছেন৷ এটি নরসিংদী শহরের তরোয়া মহল্লার একটি বাড়ীর রাস্তা ছবির লোকটির বাড়িতে এভাবেই বাড়ির লোকজন প্রায় ৩০ ফুট রাস্তা আসা যাওয়া করতে হয়!সম্প্রতি ঐ বাড়ীর এক লোক মারা গেলে মরদেহ বের করার রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের লোকদের সহযোগিতায় জেলা কারাগারের ভিতর দিয়ে মরদেহ


ছবিটিতে বৃদ্ধ লোকটি ১০ইঞ্চির মত চিপা দিয়ে ভেতরে ঢুকছেন৷
Reviewed by poland Trending now Trends
on
2:41 AM
Rating:

No comments:
Post a Comment