--আদর্শ স্ত্রীর কিছু গুণাবলী--


১.আল্লাহ তা'আলা আপনাকে একজন স্বামী দান করেছেন সে জন্য আল্লাহর শোকর আদায় করুন।
২.স্বামীকে বুঝুন।স্বামীর মন-মানসিকতা,স্বভাব-প্রকৃতি,যোগ্যতা,গুণাবলী,সামাজিক মর্যাদা উপলব্ধি করুন।এবং সেভাবে তাকে গ্রহণ করুন।
৩.তাকে আন্তরিকভাবেই অভিভাবক হিসেবে গ্রহণ করুন।
৪.তাকে শ্রদ্ধা ও সম্মান করুন।
৫.তাকে হৃদয়ের গভীর থেকে হৃদয় উজাড় করে,প্রাণ খুলে ভালোবাসুন।
৬.সর্বদা তার সাথে হাসিমুখে মন কাড়া ভঙ্গিতে মিষ্টি মিষ্টি কথা বলুন।
৭.তার কাছে মনের কথা খুলে বলুন।নিজের সবকিছুই তার কাছে প্রকাশ করুন।কোন কিছুই লুকিয়ে রাখবেন না।সুখ-দুঃখ,আনন্দ-বেদনা,সমস্যা-সংকট সবই তাকে জানান।
৮.তার কাছে বিশ্বস্ত হোন এবং নিজেও বিশ্বস্ত থাকুন।
৯.তার সব ধরনের গোপন বিষয় গোপন এবং সব ধরনের আমানত রক্ষা করুন।
১০.তার গুণাবলীর প্রশংসা করুন।ভালোকাজে উৎসাহ দিন।
১১.কখনো কারো কাছে এবং কারো সামনে তার বদনাম করবেন না।
১২.কখনো কারো সামনে তার সাথে বিবাদ বিতর্ক করবেন না।
১৩.তার সাথে বেড়াতে যান।
১৪.তিনি যেভাবে চান নিজেকে সেভাবে সাজান।
১৫.তার সুখে সুখী এবং তার দুঃখে দুঃখী হোন।
১৬.তাকে নিজের করে নিন।
১৭.সাধ্যমত তার সেবা যত্ন করুন।
১৮.তার সমস্যা সংকটে সাহায্য করুন।সান্তনা দিন,প্রবোধ দিন,পরামর্শ দিন,প্রয়োজনমত তার সঙ্গ দিন।
১৯.কথা,কাজ,আচার-আচরণে তার প্রতি ভালোবাসা প্রকাশ করুন।
২০.তার সকল বৈধ আদেশ পালন করুন।কখনো তার অবাধ্য হবেন না।
২১.তার কোন বদ অভ্যাস থাকলে ভালোবাসা দিয়ে বিজ্ঞ চিকিৎসকের ন্যায় তা নিরসন করুন।
২২.তাকে বন্ধু বানিয়ে নিন।

২৩.প্রতিটি ক্ষেত্রে তার পরামর্শ নিয়ে চলুন।
২৪.তার রুচিমত চলুন।কাজ করুন।রান্না করুন।
২৫.তার মাতা-পিতাকে নিজের মাতা-পিতার মত শ্রদ্ধা,সম্মান ও সাধ্যমত সেবা করুন।
২৬.তার কৃতিত্ব ও অবদানের জন্য গর্ববোধ করুন।
২৭.বাহির থেকে আসলে তাকে হাসিমুখে অভ্যর্থনা জানান।সাথে সাথে অভিযোগের ঝুড়ি খুলে দিবেন না।
২৮.আপনি কোন ভুল বা অন্যায় করে ফেললে নিঃসংকোচে স্বীকার করুন।সে জন্য অনুতপ্ত হোন।প্রয়োজনে ক্ষমা চান।
২৯.তার আত্মীয়-স্বজনকে সম্মান ও শ্রদ্ধা করুন।সামর্থ্য অনুযায়ী মেহমানদারী করুন।
৩০.কখনো তার সামনে তার আত্মীয়-স্বজনদের বদনাম করবেন না।
৩১.তার সামর্থের অধিক কোন আবদার করবেন না।
৩২.সুন্দর ও সুষ্ঠুভাবে সন্তান প্রতিপালনে যত্নবান হোন।
৩৩.নিজের হাত খরচ থেকে মাঝে মধ্যে তাকে উপহার দিন।
৩৪.বিপদাপদে তার পাশে দাঁড়ান।বিপদে অটল অবিচল থাকুন।ভেঙে পড়বেন না।
৩৫.তার অগোচরে তার অর্থ সম্পদ কাউকে দিবেন না।তবে তার অনুমতিক্রমে দান খয়রাত করতে পারেন।
৩৬.তার অনুমতি ছাড়া কোনকিছুই করবেন না।
৩৭.কখনো তাকে হেয় বা অপমানিত করবেন না।
৩৮.সর্বাবস্থায় তার সংসারের হাল ধরে রাখুন।
৩৯.রুচিশীল ও রুচিবান হোন।
৪০.শারিরীক ও মানসিকভাবে পবিত্র থাকুন।পরিস্কার পরিচ্ছন্ন থাকুন।
৪১.নিজেকে তার কাছে পরিস্কার রাখুন।কখনোই সন্দেহের কারণ হবেন না।
৪২.তার মেজাজের প্রতি লক্ষ্য রেখে তার উপযোগী আচরণ করুন।অভিযোগ থাকলে সময় বুঝে করুন।
৪৩.অভিমান করলে অভিমানের মাঝেও ভালোবাসা প্রকাশ করুন।
৪৪.সমস্ত দ্বীনী কাজে তাকে সহায়তা করুন।
৪৫.নিজেকে উন্নত করুন।তার সাথে তাল মিলিয়ে চলুন।
৪৬.তার চাকুরী ব্যবসা ও ব্যস্ততা সম্পর্কে খোঁজ খবর নিন।সামর্থ্য মত তাকে সাহায্য করুন।
৪৭.তার কল্যাণকামী হোন।সর্বদা তার কল্যাণের জন্য আল্লাহর কাছে দু'আ করুন।
৪৮.আপনার প্রয়োজনীয় জিনিস পত্র তার কাছেই চান।কখনো অপ্রয়োজনীয় জিনিসের আবদার করবেন না।
_______________________________
--আদর্শ স্বামীর কিছু গুণাবলী--
.
১.আল্লাহ তা'আলা আপনাকে একজন স্ত্রী দান করেছেন,সে জন্য কৃতজ্ঞ থাকুন।আল্লাহর শোকর আদায় করুন।
২.স্ত্রীকে বুঝবার চেষ্টা করুন।তার জ্ঞাণ- বুদ্ধি,মন-মানসিকতা,স্বভাব-প্রকৃতি,দক্ষতা, গুণাবলী,দোষত্রুটি জেনে নিন।
৩.তাকে আপনার মনমত করে গড়ে তোলার চেষ্টা করুন।
৪.তার জ্ঞাণ-বুদ্ধি,যোগ্যতা,প্রতিভা ও গুণাবলীকে বিকশিত করে তুলুন।তাকে সর্বগুণে ফুলের মত প্রস্ফুটিত করে তুলুন।
৫.তার মধ্যে যেসব ত্রুটি ও কমতি আছে,একজন সুচিকিৎসকের মত সেগুলি নিরাময় করুন।
৬.তাকে হৃদয়ের গহীন থেকে ভালোবাসুন।গভীরতম ভালোবাসুন।এবং একান্ত নিজের করে নিন।
৭.তার সাথে হাসিমুখে ও মিষ্টি মিষ্টি কথা বলুন।
৮.তাকে সাথে করে বেড়াতে যান।তার মনের আকাঙ্ক্ষার প্রতি লক্ষ রাখুন।
৯.তার সাথে উত্তম আচরণ করুন।তার ভালো গুণাবলীর প্রশংসা করুন।ছোটখাট ত্রুটি-বিচ্যুতি উপেক্ষা করুন।
১০.তার ভরসাস্থল ও বিশ্বস্ত ব্যক্তি হোন।
১১.তার পরামর্শ নিয়ে কাজ করুন।
১২.তার অবদানের স্বীকৃতি দিন।
১৩.আপনার সামর্থ্য অনুযায়ী তার বৈধ সকল দাবী পূরণে চেষ্টা করুন।
১৪.কথা,কাজ,রাগ-অনুরাগে তার প্রতি ভালোবাসা প্রকাশ করুন।
১৫.তার ভালো দিকগুলো বিবেচনা করে মন্দ দিকগুলো ভুলে থাকুন।
১৬.নিজেকে তার কাছে পরিস্কার রাখুন।সন্দেহের কারণ হবেন না।
১৭.আপনার জন্য কষ্ট ও আপনাকে উপকার করলে তাকে শুকরিয়া জ্ঞাপন করুন।
১৮.তাকে বিশ্বাস করুন,তার প্রতি আস্থা রাখুন।
১৯.মাঝে মধ্যে তাকে কিছু উপহার দিন।
২০.তার মন ও আবদার রক্ষা করুন।
২১.নিজের দায়িত্ব ও সংকট নিয়ে প্রয়োজন মত তার সাথে আলোচনা করুন।
২২.আপনার কর্মব্যস্ততা সম্পর্কে তাকে অবহিত করুন।
২৩.তাকে সবসময় কিছু হাত খরচ দিন।
২৪.তার উপার্জিত অর্থে আপনি হস্তক্ষেপ করবেন না।
২৫.তার অভিযোগ ও অসুবিধার প্রতি লক্ষ্য রাখুন এবং দ্রুত তা সমাধানের চেষ্টা করুন।
২৬.তার যে কোন ভালো প্রস্তাবকে স্বাগত জানান।
২৭.সর্বদা তার স্বাস্থ্যের খোঁজখবর রাখুন।অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।
২৮.কোন ভুল করলে স্বীকার করুন।অন্যায় করলে অনুতপ্ত হোন।অযথা তাকে জ্বালাতন করবেন না।
২৯.তাকে বন্ধু বানিয়ে নিন।তার সাথে বন্ধুর মত হৃদ্যতা গড়ে তুলুন এবং তার সাথে বন্ধুর মত আচরণ করুন।
৩০.মায়ের অনুপস্থিতিতে তাকে ঘরের কর্তৃত্ব দিন।
৩১.সন্তানদের ব্যাপারে তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিন।
৩২.কখনো অন্যের কাছে তার বদনাম করবেন না।
৩৩.তার আত্মীয়-স্বজনদের সম্মান ও শ্রদ্ধা করুন।
৩৪.ঘরের কাজে সাধ্যমত সহযোগীতা করুন।
৩৫.কখনো তার অধিকারে হস্তক্ষেপ করবেন না।
৩৬.কখনো কারো সামনে তাকে অপমানিত করবেন না।
৩৭.স্ত্রীর মনের মত হবার চেষ্টা করুন।এবং এ ব্যাপারে তার অনূভুতি জানুন।
৩৮.তার সামনে কখনো তার আত্মীয় স্বজনদের দুর্নাম করবেন না।
৩৯.তাকে আপনার সাধ্যমত সময় দিন।
৪০.দ্বীনের উপর চলা ও অটল থাকার ব্যাপারে তাকে সর্বপ্রকার সহায়তা করুন।
৪১.তার কল্যাণকামী হোন।তার কল্যাণের জন্য আল্লাহর কাছে দু'আ করুন।
--আদর্শ স্ত্রীর কিছু গুণাবলী-- --আদর্শ স্ত্রীর কিছু গুণাবলী-- Reviewed by poland Trending now Trends on 10:39 PM Rating: 5

No comments:

Powered by Blogger.