★সর্বকালের সেরা একশান হিরো মাসুম পারভেজ রুবেল সম্পর্কে কিছু তথ্য★★


১★ নাম : মাসুম পারভেজ রুবেল।
জন্ম: ১৯৬০ সালের ৩ মে টাঙ্গাইলের মির্জাপুর
থানায়, তার বাবার চাকুরীর সুবাদে। পৈতৃক নিবাস
বরিশাল, বাবুগঞ্জ, দেহের গতি।৫( পাঁচ) ভাই ১(এক বোন।৪ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাষ্টাসধারী।বড় ভাই মাসুদ পারভেজ সোহেল রানা,নায়ক,প্রযোজক,পরিচালক।কামাল পারভেজ ও জুয়েল পারভেজ প্রযোজক।নেহাল পারভেজ স্বপরিবারে অামেরিকা।একমাত্র বোনের মেয়ে তানিয়া অাহম্মেদ টিভি অভিনেত্রী,প্রযোজক ও পরিচালক।
২★ উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা
ইউনিভার্সিটি থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স সহ
মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।
৩★ তৎকালীন এ্যাকশ্যান প্রধান ছবির
কাহীনিকার ও পরিচালক আল মাসুদ সাহেব উনাকে
নায়ক বানানোর জন্য তার বড় ভাই ( সোহেল
রানা) র কাছে প্রস্তাব দিয়ে ছিলেন। তার কারন
হল, বড় ভাই সোহেল রানার অফিসে মার্শাল
আর্টের একটি ফটো দেখে উনি সেই প্রস্তাব দিয়ে
ছিলেন। কিন্তু তিনি তখন ও নায়ক হননি। পরে
সোহেল রানাকে বলার পর উনি আল মাসুদ সাহেব
কে বললেন যে আপনি কিভাবে ভাবলেন, আমার
আগে রুবেল কে নায়ক বানাবেন?
৪★ তার পর ১৯৮৬ সালে বাংলা চলচ্চিত্রের
সর্বকালের সেরা মার্শাল আর্ট এ্যাকশ্যান কিং
হিরোর অভিষেক হয় লড়াকু ছবির মধ্য দিয়ে।
৫★ নায়ক রুবেল গায়ক হিসেবে ও শুরুর দিকে সফল
ছিলেন। তিনি বড় ভাইয়ের জীবন নৌকা ছবিতে
প্রথম প্লেব্যাক করেন, সাবিনা ইয়াসমিনের সাথে।
পরে নিজের ' বীরপুরুষ' ছবিতে রুনালায়লার সাথে
গান করেন। অতপর, মহাতান্ডব ছবিতে ও তিনি
ডলিসায়ন্তনীর সাথে ডুয়েট গান করেন।
৬★ একবার শিল্পি সমিতির এক অনুষ্ঠানে

আমন্ত্রিত অতিথীরা আসতে দেরি হওয়ায়, নায়িকা
নতুন বলেন রুবেল ভাই তুমি স্টেজে উঠ, সেদিন
তিনি গান গেয়ে পরিচালক উত্তম আকাশের কাছ
থেকে ৫০০ শত টাকা সম্মানী পান।
৭★ তিনি জাগো ললিতকলা একাডেমীতে
নজরুল গীতির চার বছরের কোর্স কমপ্লিট করেন
এবং ক্লাসিকেল গান শেখেন আর চার বছর
রবীন্দ্রনাথ হালদার এর কাছ থেকে।
৮★ তিনি ১৯৮১ সালে ঢাকা মেট্রো গোল্ড মেডালিষ্ট হওয়ার পর ১৯৮২ ও ১৯৮৩ সালে ন্যাশনাল ক্যারাতে
চ্যাম্পিয়ন হন। তিনি দক্ষিনএশিয়ায় কারাতের উপর সম্মানসূচক পুরস্কার অর্জন করেন।এবং সেই সময় তিনি ফুটবল
প্রতিযোগিতায় সেরা খেলোয়ার হওয়ার গৌরব সহ
ব্যাটবেন্টস প্রতিযোগিতায় দুইবার রানার্স আপ
হওয়ার গৌরব অর্জন করেন।
৯★ রুবেল ফিল্মে আসার আগেই সোহেল রানা,
শহিদুল ইসলাম খোকন, আবুল খায়ের বুলবুল সহ এ
তিনজনের সহকারী পরিচালক ছিলেন।
১০★ রুবেল একজন ফাইট ডিরেক্টর। দা একশ্যান
ওয়ারিওস্ নামে ওনার ফাইটিং গ্রুপ আছে। এছাড়া ও
ওনার নিজের একটি মার্শাল আর্ট ক্লাব আছে, যার
নাম ঢাকা ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার-দি ফাইট স্কুল।তিনি ১৯৭৯ সালে এটি প্রতিষ্ঠা করেন।এই প্রতিষ্ঠান থেকে চিত্রনায়ক অালেকজান্ডার বো ও চিতা,মিশেলা,নায়িকা একা,পরিচালক মিজানুর রহমান শামীম,জুলিয়া প্রমুখ তারকারাও প্রশিক্ষন গ্রহন করেন।
১১★ বাংলাদেশে রুবেলই একমাত্র নায়ক যাকে হলিউডের বিশ্ব বিখ্যাত নায়ক ব্রুসলী ও জ্যাকি চ্যানের সাথে তুলনা করা হয়।
১২★রুবেলের ছবিতেই প্রথম সহিদুল ইসলাম
খোকন স্বাধীনতা বিরোধীদের কর্মকান্ড তুলে
ধরেন। যেমন, বীরপুরুষ সন্ত্রাস, ঘাতক।
১৩★ রুবেলই বাংলাদেশের একমাত্র নায়ক যিনি
নায়িকার দেয়া উপাধিতে ভূষীত হন এবং ওই নায়িকাই
১৯৯৪ সালে শিশু শিল্পি হিসেবে রুবেল এর সাথে
প্রথম শত্রু ঘায়েল ছবিতে অভিনয় করেন। সেই
শিশু শিল্পির প্রথম সুপারহিট ছবি ঐ নায়ক রুবেল
এর সাথে নায়িকা হিসেবে।ঐ নায়িকার নাম পূর্নিমা।
১৪★৮০ দশক থেকে বর্তমান সময় পর্যন্ত সকল
নায়কের সাথে সমান তালে কাজ করে গেছেন প্রধান
চরিত্রে। আজকের তরুন নায়কেরও প্রবল
প্রতিযোগী ৮০ দশকের সেই লড়াকু হিরো।
১৫★ সুচরিতা থেকে শুরু করে মাঝখানে
চম্পা,কবিতা, দিতি অরুনা বিশ্বাস, লিমা শতাব্দী
রায়( ভারত), রানী,মিশেলা,সাথী মৌসুমী, পপি, পূর্নিমা সাহারা, মুনমুন,মহুয়া,শিনা,শিবানী,সিমলা,জনা,তামান্না
শাহনাজ, একা,নদী,কুমকুম,সোনিয়া সহ প্রত্যেকের
সঙ্গেই সফল।
১৬★ বাংলাদেশে রুবেলই একমাত্র নায়ক যার কোন
প্রতিষ্ঠিত নায়িকার প্রয়োজন পরতনা। যার কারনে
পরিচালকরা প্রতি ছবিতেই একজন নবাগত নায়িকা
তার সাথে নিতেন। আর চরিত্রের প্রয়োজন পরলে
বড় কোন নায়িকা নিতেন। কারন একশ্যান ছবিতে
নায়িকার তেমন করার থাকেনা।
১৭★ রুবেলই একমাত্র নায়ক যিনি শাবানার ভাইয়ের
চরিত্রে বেশী অভিনয় করেছেন।
১৮★ রুবেলই বাংলাদেশে একমাত্র নায়ক, যিনি ৮২
জন নায়িকার সাথে কাজ করেছেন এবং ১০০ ও অধিক
পরিচালক এর সাথে কাজ করেছেন। যা বাংলাদেশ
ফিল্ম ইতিহাসে এক অন্যন্য বিরল রের্কড।
১৯★ তিনি ১৯৯৮ সালে একক প্রযোজক হিসেবে বাঘের থাবা ছবিতে মাধ্যমে অাত্মপ্রকাশ করেন।
২০★ ৮৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত যার কোন ছবি
ফ্লপ নেই। না হলে ও মুল ধন ফেরত এসেছে। এমন
ও সাল গেছে সেরা ব্যবসা সফল ২০ ছবি খুজলে
অধিকাংশই রুবেলের।
২১★ ম্যাডাম ফুলি ছবির চরিত্র পচন্দ না হওয়ায়
তিনি শিষ্য আলেক জান্ডার বো কে ছবিতে সুযোগ
দেন। লাল সবুজ ছবির নায়ক ও রুবেল ছিলেন।
সিডিউল জনিত সমস্যার কারনে তিনি ঐ ছবি থেকে
বাদ পরেন।
২২★ রুবেল কখনই কোন ছবিতে ডামি ব্যবহার
করতেন না। তিনি জীবনের জুকি নিয়ে একশ্যান শট
দিতেন।তিনি ২০০ ফুট উচু থেকে লাফ দিয়ে পরতে,
আগুনের ভিতর দিয়ে মটর সাইকেল চালিয়ে যেতে,
জ্যান্ত ইদুর দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে
দ্বিধাবোধ করেননি। কয়েকটি ছবিতে একশ্যান
দৃশ্যে শট দিতে গিয়ে তিনি অজ্ঞান হন।
২৩★ রুবেল পরিচালক হিসেবে ২০০১ সালে মায়ের জন্য যুদ্ধ ছবির মাধ্যমে অাত্মপ্রকাশ করেন।একই বছর তারই পরিচালনা শিশুদের নিয়ে বিচ্ছু বাহিনী ছবিটিও মুক্তি পায়।২ টি ছবিই সুপারহিট ব্যবসা করে।বিচ্ছু বাহিনী ছবিটি ২০০১ সালের সেরা ব্যবসাসফল ছবির হওয়ার গৌরব অর্জন করে তার পাশাপাশি কয়েকটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পায়।তিনি এ পর্যন্ত ১৭ টি ছবি পরিচালনা করেন।উল্লেখযোগ্য,খুনের পরিনাম,প্রবেশ নিষেধ,টর্নেডো কামাল,বিষাক্ত চোখ,রক্ত পিপাসা,চারিদিকে অন্ধকার।
২৪*তিনি ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনিত হয়েছিলেন।উল্কা ও ঘৃনা ছবির জন্য মনোনিত হয়েছিলেন।২০০০ সালে যোদ্ধা ছবিতে অভিনয়ের জন্য বাসচাস,২০০১ সালে বিচ্ছু বাহিনীর জন্য কালচারাল এওয়ার্ড, বেয়াদব ছবির জন্য সিনে এওয়ার্ড সহ বেসরকারী পুরস্কার পান।
২৫★তিনি বাংলাদেশ শিল্পী সমিতির ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘ ১২ বছর ছিলেন।২০০৯ সালে অমিত হাসানকে বিপুল ভোটে হারিয়ে শিল্পী সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হন।
২৬★তিনি ২০১০-২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ মার্শাল অার্ট ফেডারেশনের সভাপতি ছিলেন।
২৭★ তিনি ২০১৩-২০১৪ সালে বাংলাদেশ অলম্পিক এসোসিয়েশনের সভাপতি ছিলেন।
২৮★ তিনি মার্শাল অার্টে ব্ল্যাকবেল্ট ৬ষ্ঠ ডান।
২৯★ব্যক্তি জীবনে তিনি এক সন্তানের জনক।ছেলে নিলয় পারভেজ ও মার্শাল অার্টে ব্ল্যাকবেল্ট।লন্ডনের কুইন্স ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞানের স্নাতক ডিগ্রী অর্জন করেন।বর্তমানে লন্ডনে গ্রীনকার্ড ধারী।স্ত্রী নিলা পারভেজ ওয়াইডিএমসির সহসভাপতি।
৩০★ এ পর্যন্ত রুবেলের ২১৭ টি ছবি মুক্তি পেয়েছে।যার মধ্য খোকন-রুবেল জুটির ২৭ টি ছবি ছিল।নায়ক-পরিচালক জুটির এটাও একটি রের্কড।রুবেল সর্ম্পকে সারাদিন লিখলেও শেষ হবেনা।
মুল লেখকঃ কাওছার অালম
সম্পাদনা ও নতুন সংযোজনঃ মোঃ শিহাবুর রহমান।
★সর্বকালের সেরা একশান হিরো মাসুম পারভেজ রুবেল সম্পর্কে কিছু তথ্য★★ ★সর্বকালের সেরা একশান হিরো মাসুম পারভেজ রুবেল সম্পর্কে কিছু তথ্য★★ Reviewed by poland Trending now Trends on 10:53 PM Rating: 5

No comments:

Powered by Blogger.