শিক্ষা ব্যবস্হা জাতীয়করনে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষক নেতা এবং বর্তমান প্রেক্ষাপট

একজন শিক্ষক স্বপ্নদ্রষ্টা, জাতি বিনির্মানের নিপুন কারিগড়।শিক্ষক স্বপ্ন দেখে -স্বপ্ন দেখায়। যে স্বপ্নে জেগে ওঠে সমাজ, জেগে ওঠে দেশ। যার ছোঁয়ার প্রান পায় অর্থনীতি, রাজনীতি, নির্মান শৈলি সহ রাষ্ট্রের সার্বিক অবকাঠামো। শিক্ষক জন্ম দেয় রাষ্ট্র নায়ক, বুদ্ধিজীবি, আইনজীবি, অর্থনীতিবিধ, রাজনীতিক,প্রকৌশলি, চিকিৎসক,দার্শনিক,স্হপতি,আদর্শ সাংবাদিক সহ জাতির বিবেক। শিক্ষক চেতনায় উদ্বুদ্ধ করে স্বাধীনতায়, জাগ্রত করে মানবতাবোধ। শিক্ষক ধারন করে চেতনা, লালন করে সংস্কৃতি। দেশ তথা জাতি গঠনের শ্রেষ্ঠ মাধ্যম শিক্ষক । তাই শিক্ষকের মর্যাদা যুগে যুগে সকল দেশে সকল জাতিতে সর্বোচ্চ। কোন দেশের রাষ্ট্রনীতি যদি শিক্ষক বান্ধব না হয়,কোন দেশের রাষ্ট্রনীতি যদি শিক্ষক নিপীরন, মর্যাদাহীন, শিক্ষকের অধিকার হরন করা হয় তবে সেই দেশের শিক্ষা ব্যবস্হা, গণতন্ত্র, অর্থনীতি, সমাজনীতি সহ সার্বিক অবকাঠামো বিদ্ধস্তের পথে ধাবিত হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্হায় ৯৮% শিক্ষা বাস্তবায়িত হয় বেসরকারী শিক্ষা ব্যবস্হাপনায়। কিন্তু সময়ের বাস্তবতায় এক জন শিক্ষকের স্বপ্ন --আর স্বপ্নে পৌঁছিতে পারে কি-না তা সবারই জানা। বৈষম্য, হতাশা,অর্থনৈতিক দৈন্যতা সহ মর্যিদাহীন অবস্হা যখন একজন শিক্ষককে আষ্টে-পিষ্টে চেপে ধরে তখন ঐ শিক্ষকেরর দ্বারা জাতির কাংখিত শিক্ষা বাস্তবায়ন কতটুকু সম্ভব এ প্রশ্ন থেকেই যায়। সময়ের বাস্তবতায় সকল শিক্ষা ব্যবস্হা জাতীয়করণ যৌক্তিক ও ন্যায় সংগত। কিন্তু পাঁচ লক্ষাধিক শিক্ষক পরিবারের প্রতিনিধিত্বশীল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ যদি নেতৃত্ব, কর্তৃত্ব, নিজেদের বিশালত্ব স্ব -স্ব অবস্হান থেকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে -তা হবে সুদূর পরাহত। কারন,বিভাজিত শিক্ষা আন্দোলন কখনো কাংখিত লক্ষ্যে পৌঁছিতে পারে না। শিক্ষক সংগঠনের নেতাদের মনে রাখতে হবে -পাঁচ লক্ষাধিক শিক্ষক পরিবারকে যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা নেতা হয়েছেন -সেই প্রতিশ্রুতি রক্ষায় ব্যক্তি স্বার্থ, লোভ -লালসা ভুলে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিনিধিত্বশীল শিক্ষক সংগঠনের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলুন এবং ইস্পাতকঠিন আন্দোলনের মাধ্যমে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষকদের স্বপ্নের "শিক্ষা ব্যবস্হা জাতীয়করন" নিশ্চিত করুন। মনে রাখতে হবে এ আন্দোলন ব্যর্থ হলে পাঁচ লক্ষাধিক শিক্ষকেরর স্বপ্নের মৃত্যু ঘটবে। মোঃনজরুল ইসলাম, সহকারী শিক্ষক, করমজা মনজুর কাদের বালিকা উচ্চ বিদ্যালয়, সাঁথিয়া -পাবনা।
শিক্ষা ব্যবস্হা জাতীয়করনে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষক নেতা এবং বর্তমান প্রেক্ষাপট শিক্ষা ব্যবস্হা জাতীয়করনে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষক নেতা এবং বর্তমান প্রেক্ষাপট Reviewed by poland Trending now Trends on 3:58 AM Rating: 5

No comments:

Powered by Blogger.