দুনিয়াতে দুইটা অত্যন্ত জনপ্রিয় ও প্রচলিত মিথ্যা কথা আছে।

এক: সবাই বলবে আমি প্রশংসা একদম পছন্দ করি না। মিথ্যা কথা। মুখে বললেও সবাইই প্রশংসায় বিগলিত হয়। মনে মনে খুশি হয়। প্রমান চান? তাহলে খেয়াল করেন, কারো প্রশংসা করলে কখনো দেখছেন তা অস্বীকার করতে? বা তার ব্যখ্যা দিতে? প্রশংসা করার পর গালের রংটা দেখছেন?

দুই: সবাই বলবে আমি সমালোচনা অত্যন্ত পছন্দ করি। আমার সমালোচনা কর। ডাহা মিথ্যা কথা। দুনিয়াতে কেউ নিজের সমালোচনা সহ্য করতে পারে না। সামনে যাই বলুক। মনে মনে সমালোচকের গুষ্টি উদ্ধার করতে ছাড়ে না। আর আপনি সমালোচনা করলে তার ব্যখ্যা দিতে যায় না এমন কাউরে দেখছেন? হাচরাইয়া পাচরাইয়া একটা ব্যখ্যা দেবেই। আর তখন চোখের দৃষ্টিটা খেয়াল করে দেখবেন।

আমি ভাই লেখার ভাল ও মন্দ দুটো দিক জানাতে ও জানতে পছন্দ করি। একচেটিয়া প্রশংসা ও একচেটিয়া নিন্দা লেখককে শেষ করে দেয়। লেখা পর্যালোচনা করুন, লেখার খুঁটিনাটি দিক নিয়ে লিখুন। স্রেফ ভাল হয়েছে বা বাজে-েএমনটা হতে লেখক কিছুই বোঝেন না।

আমিও যেকোনো লেখার ভাল ও মন্দ-দুইদিক বলার চেষ্টা করি। আশা করি তাতে কারো বিরাগভাজন হই না।
দুনিয়াতে দুইটা অত্যন্ত জনপ্রিয় ও প্রচলিত মিথ্যা কথা আছে। দুনিয়াতে দুইটা অত্যন্ত জনপ্রিয় ও প্রচলিত মিথ্যা কথা আছে। Reviewed by poland Trending now Trends on 10:34 PM Rating: 5

No comments:

Powered by Blogger.